বীক্ষণ ২১১৬ তম আসর অনুষ্ঠিত
সংবাদদাতা: রফিকুল ইসলাম মানিক
জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বেলা এগারোটায় চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।আলোচ্য বিষয়: ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য 'শান্তির লক্ষ্যে পর্যটন'।আব্দুল কাদের চৌধুরী মুন্না'র সভাপতিত্বে কথা বলেন কবি ইয়াজদানী কোরায়শী কাজল, শফিকুল ইসলাম রিপন, মমিনুর রহমান প্লাবন,অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো, নুরুন্নাহার রোজী, কবি রফিকুল ইসলাম মানিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় স্বর্ণা চাকলাদার এ্যানি আহ্বায়ক বীক্ষণ।
উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিবির আহাম্মেদ লিটন, মোঃ চাঁন মিয়া ফকির, মোঃ জালাল উদ্দিন জামাল,কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী, কবি ডেভিড অলক মন্ডল, এ এন এম নাজমুল হোসেন, আবৃত্তিকার শেখ মাহবুব, কবি পারভেজ শিহাব, কবি নাফিসা মেহজাবিন দোলা,কবি আমজাদ শ্রাবণ, কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি জুবায়েদ ইবনে সাঈদ,সানজিদা শাওন,সোমাইয়া মিতু,সাফায়েত হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বে উপস্থিত কবি ও আবৃত্তিকার বৃন্দ স্বরচিত পাঠ ও আবৃত্তি করেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url