নতুন সিনেমার সন্ধানেঃ স্রষ্টা, সৃষ্টি ও ভোক্তা শীর্ষক বীক্ষণ
রফিকুল ইসলাম মানিক : ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১১৭ শুক্রবার সকাল ১১টায় চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় 'নতুন সিনেমার সন্ধানেঃ স্রষ্টা, সৃষ্টি ও ভোক্তা '।
আসরে সভাপতিত্ব করেন ছড়াকার সরকার জসিম, কথা বলেন নির্মাতা বিবেশ রায়, লেখক উম্মে ফারহানা, লেখক ফারুক আব্দুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ। সঞ্চালনায় স্বর্ণা চাকলাদার এ্যানি আহ্বায়ক বীক্ষণ।
উপস্থিত ছিলেন কবি ইয়াজদানী কোরায়শী কাজল, কবি আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি জালাল উদ্দিন, কবি রাহমান হাবিব,কবি রফিকুল ইসলাম মানিক, নাকিব আলী, কবি জুবায়েদ ইবনে সাঈদ, কবি রাকিবুল হাসান প্রমুখ।
দ্বিতীয় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ করেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url