কবি জীবনানন্দ দাশ শীর্ষক বীক্ষণ আসর
রফিকুল ইসলাম মানিক : জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১২০ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আসরের আলোচ্য বিষয় : কবি জীবনানন্দ দাশ। সভাপতিত্ব করেন কবি সোহরাব পাশা, আলোচনা করেন প্রফেসর ননী গোপাল সরকার লেখক,গবেষক ; উম্মে ফারহানা লেখক, শিক্ষক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ;কবি ও শিক্ষক সোহেল মাজহার, এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো প্রমুখ, সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার এ্যানি আহ্বায়ক বীক্ষণ।
আসরে এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো'র মানুষ ও মানসিকতা লেখাটির পাঠ উন্মোচন করা হয়। ২য় পর্বে লেখক ও আবৃত্তি শিল্পী'রা স্বরচিত পাঠ, আবৃত্তি করেন।
আসরে উপস্থিত ছিলেন কবি ইয়াজদানী কোরায়শী কাজল, কবি ও ছড়াকার তাসাদ্দুক হোসেন, কবি ও গবেষক মোঃ চাঁন মিয়া ফকির, কবি মোঃ জামাল উদ্দিন, কবি আব্দুল কাদের চৌধুরী মুন্না,গবেষক অহিদ রহমান, বিবেশ রায়,লেখক রবিউল ইসলাম, একরামুল হক,কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি পারভেজ শিহাব, বিধান মিত্র,আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ, টিপু চৌধুরী, কবি রফি
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url