বীক্ষণে বরেণ্য সাহিত্যিক আবদুল হাই মাশরেকীকে স্মরণ
রফিকুল ইসলাম মানিক
"জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন"—এই স্লোগানে মুখরিত হয়ে শুক্রবার সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র প্রকল্প বীক্ষণ-এর আসর ২১৪৪ অনুষ্ঠিত হয় চেতনা সংসদ মিলনায়তনে। আসরের আলোচ্য বিষয় ছিল: "বরেণ্য সাহিত্যিক আবদুল হাই মাশরেকী: জীবন আলোয় উদ্ভাসিত প্রতিভূ সুন্দর"।
![]() |
বক্তব্য রাখছেন সভাপতি কবি সোহরাব পাশা |
আসরে সভাপতিত্ব করেন কবি সোহরাব পাশা। প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ডেসটিনি। আলোচনায় অংশ নেন কবি নজরুল হায়াত, কবি গাউসুর রহমান, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, এবং লেখক-সাংবাদিক নাঈম মাশরেকী।
স্বাগত বক্তব্য প্রদান করেন কবি স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ সাহিত্য সংসদ। আসরের সঞ্চালনায় ছিলেন কবি জুবায়েদ ইবনে সাঈদ, আহ্বায়ক, বীক্ষণ।
আসরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, বিমল পাল, কাজী আলমগীর, ডাঃ আনসার উদ্দিন, কবি আবদুল কাদের চৌধুরী মুন্না, কবি জালাল উদ্দিন জামান, লিটন সিদ্দিকী, কবি আহমেদ শাহাবুদ্দিন, কবি সোহেল মাজহার, কবি মুজাহীদুল ইসলাম নাজিম, মুকুল হোসেন, জয়িতা অনু, রাকেশ দাস বাপ্পী, কবি আনোয়ারুল হাকিম পল্লব, বাচিকশিল্পী শেখ মাহবুব, কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, কবি বিউটি দাস, নুরুন্নাহার রোজী, বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, সানজিদা শাওন, কবি জি সি দেবনাথ, কবি সুষ্মিতা সরকার স্নেহা প্রমুখ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url